Home / বিনোদন / দর্শকপ্রিয় উপস্থাপক আমব্রিনের সুখের মুহূর্ত

দর্শকপ্রিয় উপস্থাপক আমব্রিনের সুখের মুহূর্ত

দর্শকপ্রিয় উপস্থাপক আমব্রিন বিয়ে করেছেন নভেম্বরে। সে কথা পুরনো।

কেমন আছেন তারা? যদি আমব্রিনের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল বিশ্লেষণ করা হয় তাহলে নির্দ্বিধায় বলা যায়- সময়টা ভালোই কাটছে আমব্রিনের।তাঁর বর কানাডাপ্রবাসী তৌসিফ আহসান চৌধুরী। কানাডার টরন্টোর একটি কোম্পানিতে চাকরি করছেন তিনি। গত ৪ নভেম্বর কানাডায় পারিবারিকভাবে আমব্রিনের বিয়ে সম্পন্ন হয়েছে।

বিয়ের পর কানাডায় স্বামীর সঙ্গে আছেন আমব্রিন। সাত মাস ধরে তৌসিফ আহসান চৌধুরীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল আমব্রিনের। খুব দ্রুত প্রেমিককে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন আমব্রিন।আজ রবিবার সোশ্যাল মিডিয়ায় স্বামীর সাথে আমব্রিন খুবই ঘনিষ্ঠ একটি ছবি শেয়ার করেছেন। যেখানে স্বামী আসিফকে আমব্রিনের ললাটে চুম্বন করতে দেখা যাচ্ছে।

চমসৎকার ক্যাপশনও ছবির সাথে জুড়ে দিয়েছেন এই জনপ্রিয় মুখ। লিখেছেন, ‘যখন ব্রক্ষ্মাণ্ডে খুঁজেও পাওয়া যায় না তখন সেটা হৃদয় জানে…। অবশ্য আমব্রিনের সুখের ছবি-প্রতিচ্ছবি দেখে ভক্তরা স্বাভাবিকভাবেই আনন্দিত।

Check Also

শাহরুখ গৌরীর প্রেম: সিনেমার গল্পকেও হার মানায়

অভিনয় জগতের ব্যক্তিদের প্রেম, বিয়ে, বিচ্ছেদ নিয়ে তারা বরাবরই মিডিয়ায় আলোচিত হয়ে আসছেন। তাদের এই …